Logo

রাজনীতি    >>   সীমান্ত নিরাপত্তায় বোঝাপড়ার আহ্বান: ভারতীয় হাইকমিশনারের

সীমান্ত নিরাপত্তায় বোঝাপড়ার আহ্বান: ভারতীয় হাইকমিশনারের

সীমান্ত নিরাপত্তায় বোঝাপড়ার আহ্বান: ভারতীয় হাইকমিশনারের

সীমান্তের নিরাপত্তা ও বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বোঝাপড়ার গুরুত্বের কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রবিবার (১২ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতাপূর্ণ মনোভাব অপরিহার্য।

পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে প্রণয় ভার্মা বলেন, “অপরাধমুক্ত সীমান্ত প্রতিষ্ঠার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ বাড়ানো জরুরি।”

তিনি আরও বলেন, সীমান্তে বেড়া নির্মাণের ক্ষেত্রে ভারত সহযোগিতামূলক মনোভাব প্রত্যাশা করে। এ ধরনের নির্মাণ কাজ যাতে দুদেশের মধ্যে সমঝোতার ভিত্তিতে হয়, সেদিকেও নজর দিতে হবে।

বিকেল ৩টায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সীমান্তে যেকোনো বিরূপ ঘটনা রোধে কূটনৈতিক পর্যায়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।”

তিনি জানান, ৪ হাজার ১৫৬ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্তের ৩ হাজার ২৭১ কিলোমিটারে ভারত ইতোমধ্যেই কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন করেছে। বাকি ৮৮৫ কিলোমিটারে কাজ চালানোর চেষ্টা চলছে। তবে কোনো উন্নয়নমূলক কাজ দুদেশের আলোচনা ছাড়া করা অনুচিত।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সম্প্রতি লালমনিরহাট, ফেনী, কুমিল্লা, কুষ্টিয়া এবং নওগাঁ সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারত। কিন্তু স্থানীয় জনগণ ও বিজিবির সতর্ক অবস্থানের কারণে তারা কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে।”

সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি এবং বিএসএফের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে বলে জানান তিনি। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানে কাজ করছে।

এই প্রসঙ্গে ভারত ও বাংলাদেশের পারস্পরিক বোঝাপড়া এবং সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। 





P.S 220 Winter concert

P.S 220 Winter concert